আমাদের ভারত, জলপাইগুড়ি, ২ জানুয়ারি: ‘স্টুডেন্ট উইক’ অথাৎ ছাত্র সপ্তাহকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ের এক অনুষ্ঠান শুরু হল মঙ্গলবার। শহর লাগোয়ো দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) সদর ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে নতুন বর্ষে পড়ুয়াদের উৎসাহ দিতে অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসনের সর্বশিক্ষা দফতর ও কুমুদিনী বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠান করা হয়েছিল।

এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রার মধ্যে দিয়ে বাল্য বিবাহ, প্লাস্টিক বর্জন, ছাত্র- ছাত্রীদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তাদের কাছে তুলে ধরা হয়েছে। এ দিনের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। অনুষ্ঠান মঞ্চে পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় সারিঙ্গা বাজালেন। অন্যদিকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, শিক্ষা দফতরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

জেলা এডুকেশন অফিসার সঞ্জীব দাস বলেন, “কুমুদিনী বালিকা বিদ্যালয়ে জেলা পর্যায়ের স্টুডেন্ট উইক সপ্তাহ শুরু হল। ৮ জানুয়ারি পর্যন্ত চলবে। এদিনের কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্য সরকারের তরফে পড়ুয়াদের বিভিন্ন সুযোগ সুবিধে তুলে ধরা হচ্ছে। বিভিন্ন স্কুল অংশ গ্রহণ করেছে। নতুন শিক্ষাবর্ষে নতুন বই তুলে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বার্তা তুলে দেওয়া হচ্ছে পড়ুয়াদের। এছাড়া জেলার কৃষ্টি কালচাফ তুলে ধরা হচ্ছে।”

কুমুদিনী বালিকা বিদ্যালয়ের (উচ্চমাধ্যমিক) প্রধান শিক্ষিকা হীরা পাল বলেন, “সাতশো পড়ুয়া অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে। চারটি হাইস্কুল ও প্রাইমারি স্কুল রয়েছে। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র ছাত্রীদের উজ্জীবিত ও পড়াশোনায় উৎসাহ দিতে এই উদ্যোগ।”

