আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৬ ডিসেম্বর: এবছর প্রথম কুয়াশায় ঢাকল শহর, নামতে শুরু করছে পারদ! শীতের আমেজ পড়তেই শুক্রবার সকাল থেকে রাস্তার পাশে চায়ের দোকানে ভিড় লক্ষ্য করা যায়। গা গরম করতে চায়ের কাপে চুমুক দিচ্ছেন সকলে।
অন্যদিকে ঘন কুয়াশার জেরে জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক সবটাই ঢেকে গিয়েছে। দুর্ঘটনা এড়াতে বাইক থেকে বড় গাড়ি চালক সকলেই হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছেন রাস্তায়। আজ সকাল থেকে কুয়াশার জেরে প্রায় একশো মিটার পর থেকে দৃশ্যমানতা কম অর্থাৎ সবকিছুই ঝাপসা দেখা যাচ্ছিল।

সকাল থেকেই রাস্তায় কোনও কোনও গাড়ি হেডলাইট আবার কোনও গাড়ি ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে চলাচল করছে এমন দৃশ্য দেখা গেল। কুয়াশার কারণে শিরশিরে ভাব অনুভূত হচ্ছে সকলে। এদিকে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে শীত ঢুকে গিয়েছে কয়েকদিন হল। এখন তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হবে। আর কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে শীত পড়বে বলে মনে করা হচ্ছে।

শহরের বাসিন্দা হরিপদ রায় বলেন, “ভোরে ঘুম থেকে উঠে দেখলাম ঘন কুয়াশা। খুব ভালো লাগলো কুয়াশা।” অনিল মণ্ডল বলেন, “প্রাতঃভ্রমণ বের হয়েছি। ঘন কুয়াশা দেখে খুব ভালো লাগলো। তবে বাইক চালকদের কুয়াশায় সাবধানে চলাফেরা করতে বলব।”

শহরের ট্রেম্পল স্ট্রিকের বাসিন্দা মৌমিতা দাস বলেন, “প্রতিদিনের মত চা বানিয়ে কিং সাহেব ঘাটে জমিয়ে আড্ডা দিলাম ঘন কুয়াশার মধ্যে। গরম যেমন পড়ে তেমনি শীতে জমিয়ে মজা নিতে হবে। আজ প্রথম কুশা পড়ল, খুব মজা লাগছে। এই তো শুরু হল ২৫ ডিসেম্বরের মজা। তারপর নতুন বছরে পিকনিক হবে।” জাতীয় সড়ক সংলগ্ন এলাকার বাসিন্দা ইয়াকুদ আলী বলেন, “কুয়াশার জেরে দুর্ঘটনা বাড়ে। সকলে গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে। সকলের উদ্দেশে বলবো সাবধানে যাতায়াত করবেন।”

