আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩১ আগস্ট: ভাইঝিকে ধর্ষণের অভিযোগ, চার বছর মামলা চলার পর অভিযুক্তের দশ বছরের সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালত।
গত ২০১৮ সালে জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকার এক নাবালিকা তার বাবাকে বাজারের ব্যাগ পৌঁছে দেবার জন্য যাচ্ছিল বলে দাবি। সেইসময় রাস্তায় তার কাকার সাথে দেখা হয়। এরপর কাকা তার ভাইঝিকে বাজারে পৌঁছে দেবার অছিলায় নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর খবর জানাজানি হতেই কোতোয়ালি থানার পুলিশের দ্বারস্থ হয় পরিবার। পুলিশ অভিযুক্ত কাকাকে গ্রেফতার করে পসকো আইনে মামলা রুজু করে। ২০১৮ সাল থেকে মামলা চলার পর ৪ বছর বাদে বুধবার জেলা আদালতের পসকো কোর্টের বিচারক কাকাকে দোষী সাব্যস্ত করল।
সরকারি আইনজীবী দেবাশীষ মিত্র বলেন, “পসকো কোর্টের বিচারক অভিযুক্তকে ১০ বছরের জন্য সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। ১০ হাজার টাকা দিতে না পারলে অনাদায়ে আরও অতিরিক্ত এক বছরের জন্য কারাদন্ড ঘোষণা করেন।

