আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ নভেম্বর: আরজিকর কাণ্ডের ন্যায়বিচার, রাজ্যজুড়ে থ্রেটকালচার বন্ধ, ৩৯ শতাংশ বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান সহ ১৩ দফা দাবিতে সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতে গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলো রাজ্য কো- অর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি শাখা। মঙ্গলবার জলপাইগুড়ি জেলাপরিষদের গেটের সামনে গণ-অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়।
রাজ্য কো- অর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা সম্পাদক মনোজিৎ দাস বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে আজ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ৬ ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে মূলত আর জি কর- এর ঘটনার ন্যায়বিচারের দাবিতে। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে পরোক্ষ ও প্রতক্ষ্য ভাবে জড়িত তদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। প্রশাসনের অভ্যন্তরে যে কাজের পরিবেশ তার মর্যাদা দিতে হবে। এছাড়াও কর্মরত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত, বকেয়া ৩৯ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান সহ ১৩ দফা দাবি আদায়ে আমরা আজ গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি।”