Jaishankar, Pakistan, নাম বলেননি জয়শঙ্কর, তবু আগবাড়িয়ে ভারতকে জবাব দিতে গিয়ে নিজেদের সন্ত্রাসের মদতদাতা বলে প্রমাণ দিয়ে দিল পাকিস্তান, কটাক্ষ নয়াদিল্লির

আমাদের ভারত, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসের কেন্দ্র বলে তোপ দেগেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু তাদের নাম উল্লেখ করেননি। তবে সরাসরি জয়শঙ্করকে জবাব দিতে গিয়ে বিপত্তিতে পড়ল পাকিস্তান। আর সেই সুযোগ হাতছাড়া করল না ভারত। কটাক্ষ করে নয়া দিল্লির খোঁচা, সন্ত্রাসবাদের সঙ্গে যোগের কথা নিজেরাই স্বীকার করেছে পাকিস্তান।

শনিবার জয়শঙ্কর বক্তব্য রাখার পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে পাকিস্তান। আর পাকিস্তানের প্রতিনিধি দাবি করেন, ভারত বারবার মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এইভাবে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করে পাকিস্তান। পাল্টা মুখ‌ খোলে ভারত।

পাকিস্তানের জবাবের‌ পরেই রাষ্ট্রপুঞ্জে নয়া দিল্লি জানায় জয়শঙ্কর এক পড়শি দেশের কথা বলেছেন মাত্র, কিন্তু নাম করেননি। তারপরও পাকিস্তান যেভাবে জয়শঙ্করের মন্তব্যের জবাব দিতে তৎপর হয়েছে তা থেকে সন্ত্রাসবাদে তাদের ভূমিকার বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে।

জয়শঙ্কর তাঁর বক্তৃতায় নিজের দেশ ভারত নামের উল্লেখ করেন। কিন্তু পাকিস্তানের নাম না করে তিনি বলেন, এক প্রতিবেশী আন্তর্জাতিক সন্ত্রাসের কেন্দ্র। কয়েক দশক ধরে বড় বড় জঙ্গি হামলার মূল উৎস খুঁজে পাওয়া গেছে একটি দেশেই। রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকা সেই দেশের নাগরিকের নামে ভর্তি। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলাকে সীমান্তপারের বর্বরতা বলে অভিহিত করেছেন তিনি।

কূটনীতিকদের একাংশের মতে, সম্ভবত কৌশলগত কারণে পাকিস্তানের নাম না করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন জয়শঙ্কর। কিন্তু তাঁর বার্তা থেকে স্পষ্ট, নিশানায় ছিল ইসলামাবাদ। এক কূটনীতির বক্তব্য অনুযায়ী, পাকিস্তানের ভূমিকা অনেকটা “ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি” প্রবাদটির মতো। ভারত নাম না করলেও পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে তৎপর হয়েছে তাতে আখেরে ভারতেরই কূটনৈতিক জয় হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *