Masood Azhar, Jaish, ৫ হাজার মহিলা জঙ্গিদের অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছে জৈশ প্রধান মাসুদ আজহার

আমাদের ভারত, ৪ ডিসেম্বর: অপারেশন সিঁদুরে জৈশ- এর কোমর ভেঙে দিয়েছিল ভারতীয় সেনা। মৃত্যু হয়েছিল জঙ্গি নেতা মাসুদ আজহারের পরিবারের ১০০ জন সদস্যের। সেই ধাক্কার পর আবারও উঠে দাঁড়াতে চেষ্টা করছে জৈশ। সম্প্রতি সংগঠনের ইতিহাসে প্রথমবার মহিলা ব্রিগেড তৈরির কথা ঘোষণা করেছে আজাহার। জানাগেছে, ইতিমধ্যে সেই ব্রিগেডে যোগ দিয়েছেন ৫ হাজার মহিলা।

নিরাপত্তা বাহিনীর সন্দেহ, জৈশ- ই- মহম্মদ- এর নতুন মহিলা শাখা জামাত উল মোমিনাত- এ প্রায় পাঁচ হাজারেরও বেশি মহিলা নিয়োগ করা হয়েছে। বর্তমানে মহিলাদের মৌলবাদী শিক্ষা দেওয়া চলছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই শাখার নিয়োগের প্রসঙ্গে পোস্ট করেছে মাসুদ নিজে। পোস্টে সে লিখেছে, “আল্লাহর কৃপায় কয়েক সপ্তাহের মধ্যে পাঁচ হাজারেরও বেশি মহিলা যোগ দিয়েছেন। অনেক বোন জানিয়েছে, নিয়োগের পরেই তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে এবং তারা তাদের জীবনের লক্ষ্য বুঝতে পেরেছে। জেলা ইউনিট গঠন করা হবে, প্রতিটি জেলায় একজন মুন্তাজিমা বা ব্যবস্থাপক থাকবে, কাজ বিতরণ করা হবে।

গত ৮ অক্টোবর বাহাওয়ালপুরের মারকাজ ওসমান আলিতে জৈশ- এর মহিলা শাখা জামাত উল মোমিনাত গঠনের কথা ঘোষণা করেছিল মাসুদ আজহার। এরপর ১৯ অক্টোবর সংগঠনটি পাক অধিকৃত কাশ্মীরের রাউলকোটে নতুন ইউনিটের জন্য মহিলা সদস্য নিয়োগে দুখতারান- ই- ইসলাম নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবার ৫০০ টাকা অনুদানের বিনিময়ে অনলাইনে জেহাদ পাঠ দেওয়া শুরু করল মাসুদের সংগঠন। এই মহিলা ব্রিগেডে নেতৃত্ব দিচ্ছে মাসুদ আজহারের বোন সাদিয়া আজাহার।

অপারেশন সিঁদুরে সাদিয়ার স্বামী ইউসুফের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মাসুদের ঘোষণা মাফিক জামাত উল মোমিনাতের মহিলাদের অনলাইন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই অনলাইন ক্লাসগুলি ৪০ মিনিটের এবং প্রতি অংশগ্রহণকারীকে ৫০০ টাকা করে দিতে হচ্ছে।

গত মাসে দিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর জামাত উল মোমিনাত খবরে শিরোনামে উঠে আছে। ওই বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছিল। দিল্লির কাছে ফারিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পর গ্রেপ্তার হওয়া ডাক্তার সাইনি সাইদি, জৈশ সন্ত্রাসবাদী শাখার সঙ্গে যুক্ত ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।

নিজের আগের বার্তায় জৈশ- এর মহিলা ব্রিগেডের প্রশিক্ষণ সহ অন্যান্য বিষয়ের রূপরেখার বর্ণনা দিয়েছেন মাসুদ আজহার। জানিয়েছেন, পুরুষ ব্রিগেডের মত মহিলা ব্রিগেডের প্রশিক্ষণ দেওয়া হবে। মাসুদের কথায়, পুরুষ জঙ্গিরা যেমন ১৫ দিনের দৌরা- ই- তরবিয়াত প্রশিক্ষণে অংশগ্রহণ করে, তেমনি জামাত উল মোমিনাতে যোগ দেওয়া মহিলারাও দৌরা- ই- তাসকিয়া নামের একটি প্রশিক্ষণ নেবে। প্রথম পর্বে পাশ করলে দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ হবে। এই প্রশিক্ষণ ভাওয়ালপুরের মারকাজ ওসমান আলিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

তবে নিজের পন্থা বদলে মহিলাদের সংগঠনে যুক্ত করলেও তাদের উপর কড়া নিয়মের বাঁধন রাখবে জৈশ- এর প্রধান। মহিলা ব্রিগেডে যারা যোগ দেবে তারা নিজেদের স্বামী অথবা পরিবার বাদ দিয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে ফোন অথবা অন্য কোনো উপায়ে যোগাযোগ করতে পারবে না বলে জানিয়েছে মাসুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *