নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৫ ডিসেম্বর: বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে রাজ্যপালের জন্য ৩ নম্বর বরাদ্দ থাকা সত্বেও আজ সাধারণ দরজা দিয়েই প্রবেশ করতে হল জগদীপ ধনকর’কে। রাজ্যপাল গাড়ি থেকে নেমে দেখেন তাঁর প্রবেশ করার দরজা শিকল দিয়ে আটকানো। সেই বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ রাজ্যপাল।
কেন বন্ধ বিধানসভার গেট? সাংবাদিকদের সামনে প্রশ্ন তুললেন রাজ্যপাল। তিনি বলেন, “অধিবেশন বন্ধ মানে বিধানসভা বন্ধ নয়।” এদিনের গোটা ঘটনাকে লজ্জার ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি। রাজ্যপাল বলেন, “গণতন্ত্র এভাবে চলতে পারে না।” অামি স্পিকারকে আগে থেকে জানিয়ে বিধানসভায় এসেছি। তাসত্বেও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। শেষে পায়ে হেঁটেই অন্যগেট দিয়ে ভিতরে যান রাজ্যপাল।
বৃহস্পতিবার সমস্ত দিক থেকে বন্ধ করে রাখা হয় বিধানসভা ভবন। খোলা রাখা হয় শুধুমাত্র ২নং দরজা। এমনকী আটকে দেওয়া হয় রাজভবনের ফটোগ্রাফারকেও।
উল্লেখ্য, গতকালও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে কোনও আধিকারিকের দেখা পাননি তিনি। বন্ধ ছিল উপাচার্যের ঘরও। এর আগেও একই দৃশ্যের সাক্ষী থেকেছে রাজ্য। জেলায় জেলায় রাজ্যপালের বৈঠকেও উপস্থিত থাকেননি কোনও আধিকারিক। বারবার একই আচরণে কার্যত ক্ষুব্ধ রাজ্যাপাল। বারংবার ‘অপমানে’ সরব হয়েছেন জগদীপ ধনকর। সবমিলিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম বর্তমান পরিস্থিতি।