নীল বনিক, কলকাতা, ৩০ ডিসেম্বর: সিএএ নিয়ে রাজ্যের হিংসার ঘটনায় ফের মুখ খুললেন রাজ্যপাল। জগদীপ ধনকর বলেন, রাজ্যে ট্রেনের কামরা পুড়িয়ে, গাড়িতে ইট ছুড়ে, সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্ট করে রাজ্যকে অশান্ত করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্পত্তি পুড়িয়ে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করা হয়েছে। যা কখনই হওয়া উচিত ছিল না বলে মনে করেন রাজ্যের রাজ্যপাল।
রাজ্যপাল বলেন, বছরের শেষ দিকটা আমি হিংসা দেখেছি। তবে নতুন বছর রাজ্য শান্ত থাকবে বলে আশাপ্রকাশ করেন জদগীপ ধনকর। পাশাপশি রাজ্যে গণতন্ত্র রক্ষা করতে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চালানো উচিত বলেও জানান তিনি। সবসমস্যার সমাধান আলোচনার ভিত্তিতে হয়। রাজ্যের সব সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হবে বলে সোমবার আইসিসিআর-এ একটি সেচ্ছাসেবি সংস্থার অনুষ্ঠানে যোগদান করে একথা জানান রাজ্যের রাজ্যপাল।
তবে ২০১৯ তার কাছে ভালো বলে এদিন জানান জগদীপ ধনকর। তিনি বলেন এবছর আমি এরাজ্যের রাজ্যপাল হয়েছি। ভগবান কৃপা নাকরলে এমন সাংস্কৃতিকপূর্ন রাজ্যের রাজ্যপাল হওয়া যায় না।