নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৩ জানুয়ারি:
এসসি এসটি বিল নিয়ে রাজভবনে বৈঠক ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সোমবার কলকাতায় তিনি বলেন, ১৭ ই জানুয়ারি আমি এই বিল নিয়ে রাজভবনে সর্বদলীয় বৈঠক ডেকেছি। বৈঠকের জন্য বিধায়ক আছে এমন সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে। বিলটি নিয়ে একটু জটিলতা রয়েছে। যার জন্য বিধানসভার শীতকালীন অধিবেশনে তা পাশ হয়নি। তবে রাজ্যের মানুষের জন্য বিলটি পাশ হওয়া প্রয়োজন বলে জানান জগদীপ ধনকর।
তারপরেই সাংবাদিকদের তিনি বলেন, এসসি, এসটি বিল নিয়ে আমি রাজ্য সরকারকে কিছু প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তা নিয়ে একটি জটিলতা থেকে গেছে। যার জন্যই এসসি, এসটি বিল নিয়ে ফের সর্বদলীয় বৈঠক আমি ডাকলাম। সেখানে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের বক্তব্য রাখতে পারবে। তারপর একটা আলোচনার মাধ্যমে বিলটি নিয়ে সব সমস্যার সমাধান হবে বলে জানালেন জগদীপ ধনকর।