আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ এপ্রিল: অবশেষে ভোট পরবর্তী হিংসার বলি বিজেপি কর্মী আকাশ যাদব খুনের ঘটনার মূল অভিযুক্ত গুড্ডু যাদবকে গ্রেপ্তার করল জগদ্দল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ভাটপাড়ার ষ্টেট জেনারেল হাসপাতালের মাঠ থেকে গ্রেফতার করে গুড্ডু যাদবকে।
২০২১ সালের বিধানসভার ভোট গণনার পর ভাটপাড়া ও জগদ্দলে ব্যাপক রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়ে। সেই সময় আকাশ যাদব নামে এক ছাত্র বাড়ি থেকে বেড়িয়ে একদল দুষ্কৃতীর ছোড়া বোমায় গুরুতর আহত হয়। তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এই খুনের ঘটনায় বার বার করে নাম উঠে এসেছিল গুড্ডু যাদব বলে স্থানীয় এক দুষ্কৃতীর। তারপর থেকেই গুড্ডু যাদব ফেরার ছিল। সেই সময় রাজ্যে বিশেষ করে ভাটপাড়ায় বিজেপি কর্মীদের মারধর করা ও খুন করার অভিযোগ উঠছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারপর এই আকাশ যাদব খুনের ঘটনা সহ একাধিক রাজনৈতিক হিংসার ঘটনা সামনে আসতে থাকে। সেই সময় বিজেপি এই রাজনৈতিক হিংসার ঘটনা গুলির সিবিআই তদন্তের দাবি করলে আকাশ যাদব খুনের ঘটনার তদন্তভার চলে যায় সিবিআই’য়ের হাতে। সেই মত তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে নেমে সিবিআই’য়ের আধিকারিকরা তখন এই অভিযুক্ত গুড্ডুকে ধরতে ব্যার্থ হয়। এই ঘটনার তদন্ত করতে এসে বার বার সিবিআই আধিকারিকদের খালি হাতে ফিরে যেতে হয়। বাধ্য হয়ে
তাই সিবিআই তার নামে হুলিয়া জারি করে। গতকাল রাতে ভাটপাড়ার ষ্টেট জেনারেল হাসপাতালের মাঠ থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত গুড্ডুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ। গ্রেপ্তারের পর থেকেই দফায় দফায় জেরা করা হয়েছে ধৃত গুড্ডুকে।
সেদিনের এই ঘটনায় কে বা কারা জড়িত ছিল, কেনো আকাশ যাদবকে খুন করা হয়েছিল তার তদন্ত করে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এদিন ধৃত গুড্ডু যাদবকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

