আমাদের ভারত, হাওড়া, ১৫ এপ্রিল: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জমা দিলেন হাওড়ার জগৎবল্লভপুরের বিধায়ক আবুল গনির আপ্ত সহায়ক অনুপম রায়। বুধবার দূপুরে নবান্নে তিনি জয়েন্ট সেক্রেটারি সুব্রত দের হাতে আঠারোটি চেক তুলে দেন।
অনুপম রায় জানান, এই টাকা জগৎবল্লভপুরের বিভিন্ন ক্লাব ও সংগঠন দিয়েছে। প্রতিটি ক্লাব ১০ হাজার টাকা দিয়েছে। উল্লেখ্য, জগৎবল্লভপুর একটি কৃষি প্রধান এলাকা। অধিকাংশ খেটে খাওয়া মানুষ নিজেদের জমানো অর্থ তারা ক্লাব সংগঠনের মাধ্যমে দান করেছেন বলে জানা গিয়েছে। একটি পিছিয়ে পড়া এলাকার এই ভাবে এগিয়ে আসায় খুশি নবান্নের আমলারা।

