Jagannath Chatterjee, BJP, তৃণমূল আমলে স্বচ্ছ নিয়োগ নিয়ে কটাক্ষ জগন্নাথের

আমাদের ভারত, ১০ অক্টোবর: “গত ১৫ বছরে পশ্চিমবঙ্গে কোনও স্বচ্ছ নিয়োগ হয়নি।” শুক্রবার সল্টলেকে বিজেপি কার্যালয়ে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের অভিযোগ করেন রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, “এই তৃণমূল সরকারের আমলে শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে, খাদ্য সহায়ক দফতরে চাকরি বিক্রি হয়েছে। এমনকি ডব্লিউবিসিএস-এর চাকরিও বিক্রি হয়েছে। যাঁরা চাকরি পাননি এবং যাঁরা চাকরি পেয়েছেন তারা সবাই আদালতে গেছেন। যা থেকে স্পষ্ট হয়, গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একটিও স্বচ্ছ নিয়োগ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *