সাথী দাস, পুরুলিয়া, ২ সেপ্টেম্বর: পুরুলিয়া থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে দিল্লিতে প্রয়াত রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানালেন বিশিষ্ট শিক্ষাবিদ জগদীশ মাহাতো। জেলাবাসীর হয়ে প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই শিক্ষাবিদ।
প্রণব মুখোপাধ্যায়ের বাসভবন ১০, রাজাজি মার্গে শায়িত ছিল প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ। মঙ্গলবার সকালে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে সেখানে রাষ্ট্র নেতা, রাজনীতিকরা উপস্থিত হয়েছিলেন। সেখানে উপস্থিত থেকে পুরুলিয়ায় বিশিষ্ট শিক্ষাবিদ জগদীশ মাহাতো নিজেও স্মরণ করেন প্রাক্তন রাষ্ট্রপতির কথা।

পুরুলিয়ার সাঁওতালডিতে বাড়ি হলেও প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়েই তিনি শ্রদ্ধা জানাতে পৌঁছে যান দিল্লি। সেখান থেকেই ফোনে তিনি জানান, পুরুলিয়া জেলায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে প্রচণ্ড উৎসাহী ছিলেন শিক্ষানুরাগী এই মানুষটি। তাঁর সাহায্য ভুলবার নয়। তাই, শেষ শ্রদ্ধা জানানোর জন্য পুরুলিয়া থেকে ছুটে গেছেন তিনি। পুরুলিয়ার মানুষের স্মৃতিতে চির ভাস্বর থাকবেন ‘ভারত রত্ন ‘ প্রণব মুখোপাধ্যায়।

