পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্র। সাত সকালে মেদিনীপুর কাসাই হল্টের নিচ থেকে উদ্ধার হয় দেহ। জানা গিয়েছে, মৃতের নাম সোহম পাত্র। বাড়ি বাঁকুড়া থানার ১৫ নম্বর ওয়ার্ডে।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে হাওড়া- আদ্রা রানী শিরোমণি প্যাসেঞ্জারে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল ওই পড়ুয়া। কাসাই হল্ট ও মেদিনীপুর স্টেশনের মাঝে কাঁচাই ব্রিজ থেকে কংসাবতী নদীতে ঝাঁপ দেয় ওই পড়ুয়া। রাতে নদীতে খোঁজাখুঁজি করলেও দেহ মেলেনি ওই পড়ুয়ার। বুধবার সকালে নদীতে ভাসতে দেখা যায় দেহ। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। পরিবারের তরফে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। মানসিক অবসাদের জেরে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

