নীল বনিক, আমাদের ভারত, ১১ ফেব্রুয়ারি:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লাল মাটিতে এবার গেরুয়া আভা। যাদবপুরে গেরুয়া রাজনীতির পথ কতটা প্রশস্ত হয়েছে তার সরাসরি পরীক্ষা দিতে চলেছে এবিভিপি। বাংলার বাম রাজনীতির অন্যতম আখড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে এবিভিপি। মঙ্গলবার প্রেসক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে সেকথাই জানালো আরএসএসের ছাত্র সংগঠন।
এবিভিপির যাদবপুর ইউনিটের পক্ষে নিখিল দাস বলেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংসদ নির্বাচনে কলা বিভাগ ও ইঞ্জিনিয়ারিং বিভাগে সমস্ত আসনে পদপ্রার্থী দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র ছাত্রী অতি বামপন্থীদের সঙ্গে সক্রিয় রাজনীতিতে নেই। বরং ক্যাম্পাসে জাতীয়তাবাদী রাজনীতির দিকে আকর্ষণ বেড়েছে।ফলে সব ছাত্র-ছাত্রীদের সমর্থন এবিভিপি পাবে বলে বিশ্বাস তার।
আগামী ১৯ ফেব্রুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখা ছাড়াও বহিরাগতদের ক্যাম্পাসছ প্রবেশ নিয়ন্ত্রণের মত ইস্যু নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নির্বাচনের নামছে।
কলা এবং ইঞ্জিনিয়ারিং –যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এর দুটি গুরুত্বপূর্ণ শাখাতে বরাবর বামেদের রমরমা। এর আগে কয়েকটি পদে নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার সবকটি পদে প্রার্থী দিল এবিভিপি। আর এই এটা গেরুয়া রাজনীতিকে বাঙলায় যথেষ্ট মাইলেজ দেবে।