তারক ভট্টাচার্য
আমাদের ভারত, ৪ ডিসেম্বর: ছত্তিশগড়ের নারায়ণপুরে ক্যাম্পে সহকর্মীদের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের এক জওয়ান। তাঁর গুলিতে নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছেন আরও দুই জওয়ান। আহত দুই জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আইটিবিপির ৪৫ নম্বর ব্যাটেলিয়নের কাদেনার ক্যাম্পে। অন্য একটি সূত্রের খবর, হামলাকারী ওই জওয়ান আত্মঘাতী হননি। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কোনও এক বিষয় নিয়ে ওই জওয়ান বাকি জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন। তার জেরে পাঁচ জওয়ান তাকে মারধর করেন বলেও অভিযোগ। এরপর ওই জওয়ান তাঁর সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে পাঁচ জওয়ান প্রাণ হারান। এর পরে গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই জওয়ানও।
এই ব্যাপারে বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি ছত্তিশগড়ে সাংবাদিকদের বলেন, ‘এক জওয়ান তাঁর সার্ভিস রাইফেল থেকে অন্যান্য জওয়ানদের লক্ষ্য করে গুলি চালান।’ ভয়াবহ ওই হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। আইটিবিপির পক্ষ থেকেও ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আইটিবিপি সূত্রে খবর, বহুদিন ধরে ছুটি না-পেয়ে হতাশায় ভুগছিলেন অভিযুক্ত ওই জওয়ান। তার জেরেই তিনি ওই ঘটনা ঘটান। ঘটনার নেপথ্যে অন্য কারণ রয়েছে কি না, জানতে তদন্ত চলছে।