চীনা দ্রব্য ভারতের মাটিতে তৈরি করতে দশ মিনিট সময় লাগবে, বললেন রাহুল সিনহা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩০ জুন : চীন থেকে আসা দ্রব্য বানাতে ভারতের দশ মিনিটও সময় লাগবে না। মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরে বসে এইকথা জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। লাদাখ ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সব রকম সম্পর্কে চিনের সঙ্গে ফাটল ধরেছে। রেড আর্মীর হাতে নিজের দেশের সেনা নিধনের প্রতিবাদে দেশজুড়ে চলছে চীনা দ্রব্যে বয়কটের দাবি।

সোমবার কেন্দ্রীয় সরকার চীনের একাধিক অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। সেই প্রসঙ্গে এদিন রাহুল সিনহা বলেন, করোনার আতঙ্ক দেশকে বদলে দিয়েছে। ভারত এখন আত্মনির্ভর হতে শিখেছে। লকডাউনের মধ্যেই দেশে মাস্ক, পিপিই, ভেন্টিলেটর তৈরি হচ্ছে। আর চীনের দ্রব্যও ভারত তৈরি করবে। তাই চীন থেকে দ্রব্য না আসলে দেশের কোনও ক্ষতি হবে না বলেই জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *