স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ জুন: ২০০ টাকা না দিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে। ঘটনার জেরে তীব্র অসন্তোষ মার্কশিট নিতে আসা ছাত্র-ছাত্রী অভিভাবকদের।
উল্লেখ্য, বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দেওয়া হচ্ছিল। ছাত্র-ছাত্রীদের অভিযোগ ২০০ টাকা স্কুলের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান অর্থাৎ প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের জন্য চাঁদা না দিলে মার্কশিট দেওয়া হবে না। ছাত্র-ছাত্রীদের আরো অভিযোগ, এই প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের জন্য এর আগেও ২০০ টাকা চাঁদা নেওয়া হয়েছে এবং সেই টাকা জমা দেওয়ার কুপন রয়েছে। তাহলে দুইবার কেন টাকা নেওয়া হবে?

এই প্রশ্নের কোন সদুত্তর স্কুল কর্তৃপক্ষ দেয়নি বলে অভিযোগ ছাত্র-ছাত্রীদের। ছাত্র-ছাত্রীদের বক্তব্য, গতকাল একটি নোটিশ দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে যারা যারা বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠানের জন্য ২০০ টাকা দিতে ইচ্ছুক তারাই ২০০ টাকা দিয়ে মার্কশিট নেবে। অথচ মার্কশিট নিতে গেলে প্রত্যেককেই ২০০ টাকা দিতে হবে বলে জানানো হয় স্কুলের তরফে। ছাত্র-ছাত্রীদের আরও অভিযোগ, যে পরীক্ষার আগে একবার ২০০ টাকা দেওয়ার পরেও আবার কেন টাকা চাওয়া হচ্ছে। পাশাপাশি তাদের আরও বক্তব্য, নোটিশে বলা হয়নি যে সবাইকেই টাকা দিতে হবে। যাদের সামর্থ্য আছে তারা দিচ্ছে ঠিক আছে। কিন্তু সবার আর্থিক অবস্থা তো সমান নয় তাহলে এই নিয়ম সব ছাত্র-ছাত্রীদের ওপর কেন বর্তানো হচ্ছে প্রশ্ন তুলছে ছাত্র-ছাত্রীরা।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত জানিয়েছেন, বিষয়টা ছাত্রছাত্রীরা বুঝতে ভুল করেছে। অভিভাবকদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে মাথাপিছু ৪০০ টাকা করে নেওয়া হবে। কারও ওপরে জোর করা হয়নি। হয়তো যারা মিটিংয়ে আসতে পারিনি তারা বিষয়টা জানে না। বিদ্যালয়ের তরফে কাউকে বাধ্য করা হয়নি যে টাকা দিতেই হবে। যারা দিতে অসমর্থ তাদেরও মার্কশিট দেওয়া হবে।পরবর্তী সময়ে প্রধান শিক্ষকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রশ্ন উঠছে।

