Vande Mataram, Sukanta, “এখনও প্রতিটি ভারতীয় হৃদয়ে স্পন্দিত হয়,” বন্দেমাতরম নিয়ে সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৭ নভেম্বর: “আজ, যখন একটি আত্মবিশ্বাসী নতুন ভারতের উত্থান ঘটছে, আমরা উদযাপন করছি সেই অমর গর্জন, যা এখনও প্রতিটি ভারতীয় হৃদয়ে স্পন্দিত হয়।” শুক্রবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

তিনি লিখেছেন, “১৫০ বছর আগে, বাংলার একজন তরুণ লেখক শ্রী বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ভারতকে কেবল একটি গানের চেয়েও বেশি কিছু দিয়েছিলেন। তিনি আমাদের জাতীয় জাগরণ দিয়েছিলেন। কারাগার, ভূগর্ভস্থ সেল এবং যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে ‘বন্দে মাতরম’ প্রতিধ্বনিত হয়েছিল। #বন্দেমাতরম১৫০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *