আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ ডিসেম্বর:
শিশু উদ্যানেই খুদে পড়ুয়াদের ক্লাস করাল শিক্ষক শিক্ষিকারা। করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ নিচ্ছে রাজ্যের বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ। এবার দীর্ঘদিন বন্ধ থাকা পৌরসভা পরিচালিত ইংরেজি মাধ্যমের পিকে একাডেমির স্কুলে পিপি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের নিয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা সংলগ্ন ইছামতী নদীর পাড়ে পৌরসভা পরিচালিত বিবেকানন্দ শিশু উদ্যানে ক্লাস নেওয়া হয় ছাত্র-ছাত্রীদের।
খুদে পড়ুয়ারা পার্কের মধ্যে কেউ দোলনায় চড়তে, কেউ বা ব্যস্ত ঢেকি চড়তে। ক্লাস শেষে তাদের দেওয়া হয় টিফিন। শিশুদের কেমন ক্লাস চলছে তা পরিদর্শন করতে সেখানে পৌঁছালেন বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ। সবশেষে পড়ুয়া ও অভিভাবকদের ইছামতি নদী পরিদর্শনের জন্য স্পিড বোটে করে ঘোরানো হয়।
খুদে পড়ুয়াদের দাবি, এখানে পড়তে খুব ভালো লাগছে। আজ খুব আনন্দ করেছি।
অভিভাবকদের দাবি, করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পরে খুদে পড়ুয়ারা স্কুলমুখী হতে কান্নাকাটি করছে। এই খোলামেলা পরিবেশে শিশুদের পড়ানোর ব্যবস্থা হয়েছে এটা পড়ুয়াদের জন্য খুবি খুশির কথা। পৌরসভার এই উদ্যোগে আমরাও খুশি।