Suvendu, BJP, বিহার, ইউপি-র মতো পশ্চিমবঙ্গক পুনর্নির্মাণের দায়িত্ব আমাদের, দাবি শুভেন্দুর

আমাদের ভারত, ১৯ নভেম্বর: “পশ্চিমবঙ্গকে বিহার, উত্তর প্রদেশের মতো পুনর্নির্মাণের দায়িত্ব আমাদের। বিজেপি ২০২৬- এ রাজ্যে ক্ষমতায় আসবে। তাই আপনারা ভোটের আগে ভুয়ো কাজে যোগ দেবেন না।” বুধবার বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, আমি এই রাজ্যের ঠিকাদারদের উদ্দেশে বলছি, পশ্চিমবঙ্গ সরকার এই কাজের জন্য কোনো বাজেট বরাদ্দ করেনি। আপনারা এই ধরনের কাজ নেবেন না। কারণ পরবর্তীতে আপনারা সেই টাকা পাবেন না।

এই ভুয়ো কাজের জন্য ৭ থেকে ৮ পার্সেন্ট কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন, সেগুলোর টাকা কিন্তু আপনাকে দেওয়া হবে না।”

তিনি বেশ কিছু তথ্য এবং ছবি দেখিয়ে বলেন, ম্যাকিন্টোস বার্নের হয়ে এবং অ্যাগ্রোর হয়ে ৭ থেকে ৮ শতাংশ টাকা সংগ্রহ করা হচ্ছে, এই টাকার চার শতাংশ যাচ্ছে তৃণমূলের নির্বাচনী তহবিলে। যা পরিচালনা এবং নিয়ন্ত্রণ করছে ক্যামাক স্ট্রিট। যিনি এই সমস্ত টাকা সংগ্রহের দায়িত্বে রয়েছেন তিনি হলেন ব্রোকার সৌভিক সরকার।

শুভেন্দুবাবু বলেন, আমাদের উদ্দেশ্য এই রাজ্যের ঠিকাদার বন্ধুদের রক্ষা করা। কারণ তৃণমূল সরকারের কাছে এখন কোনো তহবিল নেই। বাজেটে বরাদ্দ নেই। অথচ পঞ্চায়েত দফতর মুখ্যমন্ত্রীর নির্দেশে জালিয়াতি করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *