President’s Rule, SC Commission, Sandeshkhali, রাষ্ট্রপতি শাসন জারি করা জরুরি, সন্দেশখালি ঘুরে গিয়ে দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট দিয়ে দাবি করল এসসি কমিশন

আমাদের ভারত, ১৬ ফেব্রুয়ারি: সন্দেশখালিতে যা পরিস্থিতি তাতে রাষ্ট্রপতি শাসন জারি জরুরি হয়ে পড়েছে। সন্দেশখালি নিয়ে রিপোর্ট জমা দিয়ে এমনই জানিয়েছেন এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। সেই রিপোর্টে একাধিক অভিযোগ করেছে এসসি কমিশন।
সন্দেশখালির পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ বলে অভিযোগ অরুণ হালদারের। আর সেই সবের ভিত্তিতেই তাঁর দাবি, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার, না হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার সন্দেশখালির পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তপশিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা। কিন্তু ১৪৪ ধারা জারি থাকায় সেখানকার অশান্ত এলাকায় তাদের ঢুকতে দেওয়া হয়নি। তবু সেখান থেকে নানা তথ্য সংগ্রহ করেন অরুণ হালদারের নেতৃত্বাধীন দলটি। তখনই জানানো হয়েছিল এসি কমিশন এই বিষয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবে।

সেই মতো শুক্রবার সন্দেশখালি নিয়ে রাষ্ট্রপতির কাছে যান অরুণ হালদার। দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট দিয়ে তাঁর আবেদন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। পরে কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা যখন সন্দেশখালিতে যাই, শেখ শাহজাহানের দলবল আমাদের উপর হামলা চালায়, ভয়াবহ পরিবেশ তৈরি করে। স্থানীয় লোকজন আমাদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন। বলছেন, আমরা ফিরে এলেই তাদের ওপর শাজাহান বাহিনী হামলা করবে। আমরা সন্দেশখালি থানাতেও যাই, কিন্তু পুলিশ আমাদের সঙ্গে কথাই বলেনি। এসব দেখে শুনে সংবিধানে ৩৩৮ ধারা অনুযায়ী আমাদের দাবি, সেখানে তপশিলি জাতি ও উপজাতি সুরক্ষা বিঘ্নিত হচ্ছে এবং তা হচ্ছে শাসক দলের মদতে, তাই সেখানে রাষ্ট্রপতি শাসনের দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *