“যাহাই বাম, তাহাই তৃণমূল, তাহাই কংগ্রেস, ইন্ডিয়া জোটেই তা স্পষ্ট, মন্তব্য বিজেপি নেত্রী লকেট চ্যটার্জির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ নভেম্বর: যাহাই সিপিএম, তাহাই তৃণমূল, তাহাই কংগ্রেস বলে মন্তব্য করলেন বিজেপি নেত্রী লকেট চ্যটার্জি। আজ বাঁকুড়ায় সাংবাদিকদের সাথে আলোচনায় এই মন্তব্য করে তিনি বলেন, সম্প্রতি রেশন দুর্নীতি কান্ডে তৃণমূল নিজেদের সাফাই গাইতে বামেদের জড়ানোর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বামেদের কন্টিনিউশন তৃণমূল। রেশন দুর্নীতির ঘটনা তো ঘটেইছে। কত নাম শুনছেন, আরও কত নাম শুনবেন। বাংলাদেশ দুবাই যোগ শুনছেন, দেখবেন আরও বড় জায়গা জড়িয়ে রয়েছে।

রেশন দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সাড়ে তিন লক্ষ ভুয়ো রেশন কার্ড বানানো হয়েছে, বড় রকম দুর্নীতি ধামাচাপা দিতে জ‍্যোতিপ্রিয় মল্লিককে সরিয়ে বনমন্ত্রী করা হয়, কিন্তু তিনি জানেন না ধর্মের কল বাতাসে নড়ে। চতুর্দিকে দুর্নীতিতে জড়িয়ে এখন বিজেপির নামে অপপ্রচার শুরু হয়েছে, এরা টাকা পয়সার হিসাব দেয় না, সবাই দুর্নীতিতে জড়িয়ে। তাই বিজেপির নামে অপপ্রচার চলছে। কিন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব দুর্নীতি বরদাস্ত করবেন না সাফ জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, না খায়ুঙ্গা না খানে দুঙ্গা।

কিন্তু তৃণমূল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি রাজ্যপালকেও ছাড়ছে না।রাজ্যপাল রাজ্যের অভিভাবক, মুখ্যমন্ত্রী যেমন অভিভাবক তেমনি রাজ্যপাল ও অভিভাবক, কিন্তু তৃণমূল রাজ্যপালকেও ছাড়ছে না।এটা বাংলার সংস্কৃতি নয়, এটা তৃণমূলের সংস্কৃতি।

এদিন সকালে এক্তেশ্বর মন্দিরে পুজো দেন বিজেপি নেত্রী। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার এক সভায় যোগ দিতে বাঁকুড়ায় আসেন বিজেপি নেত্রী। এই সভা সেরে এদিন তিনি শালতোড়ার উদ্দেশ্য রওনা হন। সেখানে বিজেপি কর্মীদের বিজয়া সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। লকেট চ্যটার্জির সঙ্গে এদিন সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক অমরনাথ শাখা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *