যারা চলে যাচ্ছে তারা তৃণমূলের উচ্ছিষ্ট, শরীর থেকে বাড়তি মেদ ঝড়ে গেলে ভালো, রাজীব প্রসঙ্গে বললেন মদন মিত্র 

আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জানুয়ারি: শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের দল ছেড়ে চলে যাওয়াকে তৃণমূলের শরীর থেকে বাড়তি মেদ   ঝরে যাওয়ার সঙ্গে তুলনা করলেন মদন মিত্র। আজ শুক্রবার কেশপুরের আনন্দপুরে সভা করতে এসে মদন মিত্র সেই সঙ্গে আরও বলেন, এটা তো আর সৌমিত্র খাঁ এর ডিভোর্সের নোটিশের মত নয়। কোথায় কে কখন অভিমান করছে কি করে বলবো। তবে রাজীবকে যখন মন্ত্রী করা হয়েছিল তখন বিরাট কিছু মান হয়েছিল সেটাও কিন্তু দেখিনি বা শুনিনি। যারা চলে যাচ্ছে তারা তৃণমূলের এঁটো, উচ্ছিষ্ট ফলে কিছু হবে না।

শরীর থেকে এক্সট্রা মেদ ঝরে যাচ্ছে ফলে এখন যারা আছে তারা সোলজার। আর সেজন্যই স্টেজে গান বাজচে খেলা হবে, খেলা হবে। ঠিক এভাবেই মন্ত্রী পদ থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের বিষয় নিয়ে  নিজের মত ব্যক্ত করলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র। আজ কেশপুর ব্লকের আনন্দপুরে শুভেন্দু অধিকারীর পাল্টা সভা ছিল তৃণমূলের। গতকাল আনন্দপুর থানার বিপরীত দিকে যে মাঠে শুভেন্দু অধিকারী সভা করেছিলেন ঠিক সেই মাঠেই আজ তৃণমূলের সভা ডাকা হয়েছিল। সভাশেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এভাবেই বক্তব্য রাখেন মদন মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *