Modi, BJP, “কলকাতার মানুষের সাথে থাকতে পারা সবসময়ই আনন্দের,” সফরের প্রাক্কালে বার্তা মোদীর

আমাদের ভারত, কলকাতা, ২১ আগস্ট: “কলকাতার মানুষের সাথে থাকতে পারা সবসময়ই আনন্দের, কারণ এই শহরের উন্নয়নের জন্য আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।”

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নতুন মেট্রোর একগুচ্ছ ছবি যুক্ত করে আরও লিখেছেন, “আগামীকাল শহরের কর্মসূচিগুলি মূলত যোগাযোগের উপর দৃষ্টি নিবদ্ধ করবে। যে মেট্রো পরিষেবাগুলির উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় রুট। বিমানবন্দরের সাথে এবং আইটি হাব অঞ্চলগুলিতে যোগাযোগ উন্নত করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *