আমাদের ভারত, ১২ জুলাই: “হিন্দু হয়ে জন্মগ্রহণ করা পাপ হয়ে দাঁড়িয়েছে। যারা এই বিপরীতমুখী অবস্থান তৈরি করেছিলেন তাদের ধ্বংস করে দিয়ে আমাদের এখন এই বিপরীতমুখী অবস্থানের বিরুদ্ধে লড়াই করতে হবে।” শনিবার এক্স হ্যান্ডলে এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি লিখেছেন, “’উদয়পুর ফাইলস’-এর মুক্তির উপর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। বিদেশী শক্তির কাছে ক্ষেপণাস্ত্রের গোপন তথ্য ফাঁসকারী ব্যক্তিকে হাইকোর্টের জামিন মঞ্জুর অবৈধ ঘোষণা হয়েছে। বাংলাদেশিদের সনাক্তকরণ এবং তাদের নির্বাসন বন্ধ করার জন্য নিরলস অভিযান চলছে। এগুলি কী ইঙ্গিত করে?
এগুলি এমন একটি জাতির মূল্যবোধ এবং নৈতিকতার সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নির্দেশ করছে।” বিপরীতমুখী অবস্থান তৈরির জন্য তিনি দায়ী করে লিখেছেন, “বিশেষ করে মোহনদাস গান্ধী, জওহরলাল নেহেরু এবং বাম-উদারনৈতিক বাস্তুতন্ত্র। সময় নষ্ট করার কোনও সুযোগ নেই।”