আমাদের ভারত,১৯ নভেম্বর: দেশের আর্থিক মন্দার প্রভাব পড়েছে সর্বত্র। মন্দার প্রভাব দেখা দিয়েছে দেশের নামিদামি তথ্যপ্রযুক্তি কোম্পানি গুলিতেও। কোম্পানিগুলির আর্থিক বৃদ্ধিতে ঘাটতি দেখা দিয়েছে। আর তার ফলে এইসব কোম্পানি গুলি মধ্যম স্তরীয় বহু কর্মী ছাঁটাইয়ের পথে যেতে চলেছে। মোটা বেতন পাওয়া মাঝামাঝি স্তরে কাজ করা কমপক্ষে ৩০ থেকে ৪০ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে দেশের নামি তথ্যপ্রযুক্তি কোম্পানি গুলি। সোমবার এমনই ইঙ্গিত দিয়েছেন আরিন ক্যাপিটালএবং মনিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস চেয়ারম্যান টি ভি মোহনদাস পাই।
তিনি বলেন, যখন আপনি মোটা বেতন পাচ্ছেন কিন্তু সেই পরিমাণ কাজের দক্ষতা দেখাতে পারছেন না তখন আপনার কি আর সেখানে থাকা উচিত? পাই বলেন, ভারত সহ পশ্চিমের দেশগুলোতে প্রতি পাঁচ বছর অন্তর এই অবস্থা তৈরি হয়। কারণ যখন অর্থনীতির বিকাশ ঘটে তখন কোম্পানি গুলিতেও আর্থিক বৃদ্ধি হয়। ফলে প্রচুর কর্মসংস্থান হয়। কর্মীদেরও দ্রুত উন্নতি হয়। কিন্তু কয়েক বছর পর অর্থনীতি কিছুটা ঝিমিয়ে পড়লে মোটা বেতনের কর্মীদের ছাঁটাই করতে বাধ্য হয়। কারণ কোম্পানি বাঁচানোর জন্য এই পদক্ষেপ তারা নিতে বাধ্য হন।
কিন্তু ওইসব কর্মীদের যদি দক্ষতা থাকে তাহলে তারা অন্যান্য ক্ষেত্রেও ভালো চাকরি পেয়ে যাবেন বলে, আশাপ্রকাশ করেছেন পাই।