আমাদের ভারত,৩০ মার্চ:ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কানাডার ফার্স্ট লেডি। করোনায় মৃত্যু হয়েছে স্পেনের রাজকুমারী। রাজা থেকে উজির কাউকেই ছাড়ছে না করোনা। এবার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর করোনাই আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিল। জানা গেছে ইজরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আল্ট্রা অর্থোডক্স বিষয়ক উপদেষ্টা রিভকা পালচু করোনা ভাইরাসে আক্রান্ত। আর সম্প্রতি নেতানিয়াহু তার এই উপদেষ্টার সংস্পর্শে এসেছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট থেকে জানা গেছে, গত কয়েকদিন ধরে নেতানিয়াহু নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে স্বাভাবিকভাবে তার করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রবল। তাই স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুযায়ী এখনই ব্যবস্থা নেওয়া হবে নেতানিয়াহুর জন্য। তাকে ১৪ দিনের জন্য সেলফ আইসোলেশনে যেতে হবে।
এখনো পর্যন্ত ইজরাইলে করোনাই আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৫ জনের। সুস্থ হয়েছেন ১৩২ জন।