বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ধর্ম ইসলাম! ২০৭০ এর মধ্যে মুসলিমরা খ্রিস্টানদের টপকে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে

আমাদের ভারত, ১২ এপ্রিল: আধুনিক সভ্যতায় রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ধারাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে ধর্ম। ইতিহাস বারবার সে কথা মনে করিয়ে দিয়েছে। সারা বিশ্বের নিরিখে দেখলে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের আগ্রাসন ঘটেছে বিশ্বে। সংখ্যা তত্ত্বের হিসেব বলছে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখা সবচেয়ে বেশি হবে।

খ্রিস্টানদের টপকে ইসলাম ধর্মাবলম্বীরা শীর্ষে থাকবেন। খ্রিস্টানদের বাড়বাড়ন্তের আগে ইউরোপে পেগানদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। পরে গত প্রায় দু’ হাজার বছর ধরে সেই স্থান দখল করে ক্রিস্টানরা। কিন্তু বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ধর্ম হল ইসলাম। এমনটাই দাবি করেছে মার্কিন জনমত জরিপ ও গবেষণা সংক্রান্ত সংস্থা পিউ রিসার্চ সেন্টার।

ওই সংস্থার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ধর্ম হলো ইসলাম। আর এভাবে চলতে থাকলে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা টপকে যাবে খ্রিস্টান জনসংখ্যাকে। ২০১০ সালের হিসেব অনুযায়ী খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বের মধ্যে সর্বাধিক ছিল। সংখ্যার হিসেবে ২২০ কোটি ছিল তাদের সংখ্যা। সেখানে দ্বিতীয় স্থানে ছিল ইসলাম ধর্মাবলম্বী, ১৬০ কোটি। কিন্তু আগামী দশক গুলিতে ইসলাম ধর্মাবলম্বীদের জনসংখ্যা ৭৩ শতাংশ হারে বাড়বে। সেখানে মাত্র ৩৫ % হিসেবে বাড়বে খ্রিস্টানরা। এই মুহূর্তে বিশ্বে ইসলাম ধর্মালম্বীদের সংখ্যা ২০০ কোটি যা আগামী পাঁচ দশকে বেড়ে ২৮০ কোটি হতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *