ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১ তম প্রয়াণ দিবস পালিত হল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ শে জুলাই : ভারতীয় নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১ তম প্রয়াণ দিবস মর্যাদা সহকারে পালিত হল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটির উদ্যোগে তমলুকের রাজবাড়ী সংলগ্ন এলাকায়।

কোভিড অতিমারির কারণে অল্প কয়েকজন শিক্ষক শিক্ষিকার উপস্থিততে দিনটি পালন করা হয়। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ সহ বিদ্যাসাগরের অনন্য জীবন সংগ্রাম সম্বলিত শ্রদ্ধার্ঘ্য পাঠ, সংগীত ইত্যাদির মধ্যে দিয়ে আজকের দিনটির তাৎপর্য তুলে ধরা হয়।

জেলাসদর তমলুকে রাজবাড়ি এলাকায় ঘরোয়া অনুষ্ঠানে সমিতির জেলা সম্পাদক সতীশ সাউ বলেন, বর্তমানে নীতি নৈতিকতা, মূল্যবোধের সংকটকালে বিদ্যাসাগরের জীবন সংগ্রাম, তাঁর রচনাবলি – বর্ণপরিচয়, কথামালা, বোধদয় ইত্যাদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, এদেশের বরেণ্য মনীষী, স্বাধীনতা সংগ্রামীদের জীবন সংগ্রাম, নানান কাহিনি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার দাবি জানান। এই কর্মসূচিতে জেলা সম্পাদক সতীশ সাউ সহ মৌমিতা প্রামানিক, দেবকুমার নায়ক সহ রতন কুমার প্রামানিক, সরমা প্রামানিক, শম্পা মন্ডল, মিনতি আদক, অভিরূপ সাউ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *