আমাদের ভারত, ১ সেপ্টেম্বর: নিউটাউনে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় রাজের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন করেছেন এটা পশ্চিমবঙ্গ না মিনি পাকিস্তান? এক ব্যক্তিকে নৃশংস ভাবে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো, এত বড় অপরাধের পরেও খুনিরা এখনো অধরা? প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
শনিবার রাতে ইকোপার্কের কাছে শুট আউটে খুন হয়েছেন এক ব্যবসায়ী। ঘটনায় নিহত হয়েছেন ভাঙ্গরের ইট ভাটার মালিক নাসির উদ্দিন খান। রাত দশটা নাগাদ বাইকে করে এসে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে হামলা চালায় দুষ্কৃতীরা। গুলি চালিয়েই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ব্যবসায়িক শত্রুতা জেরেই এই খুন বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে নিহতের বিজনেস পার্টনার রফিকুল ইসলাম। তার বয়ানে অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ বলে সূত্রে খবর।
এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সুকান্ত মজুমদার বলেছেন, তার কুশাসনে নিরাপদে নেই রাজ্যের সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন। একই সঙ্গে তিনি মনে করিয়েছেন, এরাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অক্ষম আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী ও তাঁর অনুগত পুলিশ।