আমাদের ভারত, ৩১ আগস্ট: এসএসসি চাকরি প্রার্থীদের নিয়োগের আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়েই এবার কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিষেককে সঞ্জয় গান্ধীর সঙ্গে তুলনা করেছেন। একইসঙ্গে চাকরি প্রার্থীদের নিয়োগে অভিষেকের আদৌ কোনো এক্তিয়ার আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আজ গান্ধী মূর্তির পাদদেশে এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলনরত অনশন মঞ্চে উপস্থিত হয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন সুকান্ত মজুমদার। আর ওখানে বসেই অভিষেককে তুলোধোনা করেন তিনি। সুকান্ত মজুমদার সঞ্জয় গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বলেন, “ইন্দিরা গান্ধীর সময় আমরা দেখেছিলাম সঞ্জয় গান্ধীকে সুপার পিএম বলা হতো। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সুপার সিএম? নাকি পশ্চিমবঙ্গের নতুন সঞ্জয় গান্ধী তৈরি হয়েছে?”
পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করে চাকরির আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, “মুখ্যমন্ত্রী আগেও চাকরির আশ্বাস দিয়েছিলেন। এবার আর আশ্বাসে চিঁড়ে ভিজবে না। কাজ করে দেখাতে হবে। তাছাড়া অভিষেকের চাকরি দেওয়ার কোনো অধিকার নেই। তিনি সরকারের কেউ নন।” তাঁর আরো কটাক্ষ, “এক চোরকে সরিয়ে আরেক চোর মাথাচাড়া দিয়ে উঠছে এটাই তৃণমূল।”
পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “পার্থ চ্যাটার্জির উচিত সব ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ করা।” বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, আগামীকাল বিজেপি রানী রাসমণি রোডে বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরির দাবিতে ধর্না আন্দোলন চালাবে।

