জলপাইগুড়িতে তিস্তার জল বাড়ায় অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি সেচ দরফরের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ জুন: পাহাড়ে ভারী বৃষ্টি হওয়ায় সমতলে তিস্তার জল বাড়ল। জলপাইগুড়ির দোমহনী থেকে ভারত-বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি করল সেচ দরফর৷ গ্রামবাসীদের সর্তক থাকতে এলাকায় প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে।

অন্যদিকে তিস্তা নদী সংলগ্ন সংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করা হয়েছে সেচ দফতরের তরফ থেকে। এদিকে জল বাড়তেই তিস্তা নদী সংলগ্ন উত্তর ও দক্ষিণ সুকান্ত নগর, বিবেকানন্দ পল্লী, সারদা পল্লী এলাকায় বাড়ি বাড়ি জল ঢুকে গিয়েছে। কোথাও কোমর জল কোথাও হাঁটু সমান জল। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের তরফে কিংবা গ্রাম পঞ্চায়েত দফতরের তরফে সাহায্য করা হয়নি। অনেকে না খেয়ে রয়েছেন। সোমবার ভোর রাতে অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি করা হয়, জল কিছুটা কমতেই এদিন দুপুরে লাল সঙ্কেত তুলে হলুদ সঙ্কেত জারি করা হয়।

অন্যদিকে জলঢাকা নদীর ৩১ নম্বর জাতীয় সড়কে সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। নদী পাড়ের বাসিন্দারা বলেন, “আমরা খুবই সমস্যায় আছি। প্রশাসনের কোনো সাহায্য পাইনি।”

এদিকে জলপাইগুড়ি সেচ দফতরের কন্ট্রোল রুমের ইনচার্জ প্রসেনজিৎ ঘোষ বলেন, “অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত দেওয়া হয়েছে। তবে ভয়ের বিষয় নেই জল নামছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *