বন্যা কবলিত এলাকায় বাড়ছে রোগের প্রকোপ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: জল কমলেও বানভাসি ঘাটালবাসীর দুর্ভোগ কমেনি। জলবন্দি এলাকায় বাড়ছে রোগের প্রকোপ। ঘাটাল ব্লকের অধিকাংশ পঞ্চায়েত এলাকা এবং পৌরসভার এগারোটি ওয়ার্ড এখনো জলমগ্ন রয়েছে। ফলে বন্যা কবলিত এলাকায় সর্দি জ্বর, ডায়রিয়া ও চর্ম রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। স্বাস্থ্য কর্মীরা সেইসব এলাকায় পৌঁছে ওষুধ দিচ্ছেন। পুরসভার এগারোটি ওয়ার্ডসহ ঘাটাল ব্লকের মনসুকা এক ও দুই, দেওয়ানচক এক ও দুই, মোহনপুর, বীরসিংহ ও সুলতানপুর এবং দাসপুর ব্লকের নাড়াজোল ও রাজনগর পঞ্চায়েত এলাকা এখনো জলমগ্ন রয়েছে। ওইসব এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, জল ধীরে ধীরে নামতে শুরু করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ত্রাণ শিবিরগুলিতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। সেইসঙ্গে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে বলে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরো চার পাঁচ দিন সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *