স্বদেশ দর্শন স্পেশাল ট্যুরিস্ট ট্রেন চালুর ঘোষণা আইআরসিটিসি কলকাতার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: আইআরসিটিসি কলকাতা অফিস, দক্ষিণ ভারত সফরের সাথে মল্লিকার্জুনের জন্য স্বদেশ দর্শন স্পেশাল ট্যুরিস্ট ট্রেন চালু করার ঘোষণা করেছে, যা ১৫.০৩.২০২৩ থেকে চলবে৷ কাটিহার স্টেশন, মুঙ্গের, ভাগলপুর থেকে চালু হওয়া ট্রেনটি দুমকা এবং কলকাতা থেকে যাত্রী নিয়ে দক্ষিণ ভারতে চলতে থাকবে৷ এই ট্রেনটি তিরুপতি, রামেশ্বরম, কন্যাকুমারী, মাদুরাই এবং মল্লিকার্জুন পরিদর্শন করবে।

খড়্গপুর স্টেশনে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে আইআরসিটিসি কলকাতার প্রধান তত্ত্বাবধায়ক সৌরভ চ্যাটার্জি জানান, যাত্রাটি ১০ রাত ১১ দিনের। সফরের মধ্যে রয়েছে ট্রেনের টিকিট (SL/3A/2A), থাকার ব্যবস্থা (নন এসি/এসি, বাজেট হোটেল), নিরামিষ খাবার, দর্শনীয় স্থান দেখার জন্য নন এসি বাস, ট্যুর এসকর্ট, নিরাপত্তা কর্মী, ভ্রমণ বীমা এবং জিএসটি। এই বিশেষ ট্রেনটির তিনটি ক্লাস রয়েছে যার মধ্যে স্লিপার ক্লাসের ভাড়া জনপ্রতি ২০,৯০০ টাকা, তৃতীয় শ্রেণির এসি (3AC) ক্লাসের ভাড়া জনপ্রতি ৩৪,৫০০টাকা এবং দ্বিতীয় শ্রেণির এসি (2AC) ক্লাসের ভাড়া জনপ্রতি ৪৩, ০০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *