আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ মে: ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এবার আইআরসিটিসি নিয়ে এলো একটি বিশেষ ট্রেন। এই বিশেষ ট্রেনে করে পর্যটকরা বিশেষ প্যাকেজের মাধ্যমে পঞ্চ জ্যোতির লিঙ্গ যাত্রা করতে পারবে। কি থাকছে সেই ট্রেনে সেই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন পূর্বাঞ্চলের আইআরসিটিসির আধিকারিকরা।

তারা জানাচ্ছেন, আগামী ২০ মে অর্থাৎ শনিবার উদ্বোধন করা হচ্ছে পঞ্চ জ্যোতির লিঙ্গ যাত্রা, ভারত গৌরব নামক এই বিশেষ টুরিস্ট ট্রেনটির। এই ট্রেনের পর্যটকদের পাঁচটি জ্যোতির লিঙ্গ ওমকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর ত্রম্বকেশ্বরের সহ স্ট্যাচু অফ ইউনিটি, শিরডি সাইবাবা এবং শনি সিংনাপুর দর্শন করাবে। কেবলমাত্র ট্রেনে করে নিয়ে যাওয়াই নয়, হোটেলে থাকা খাওয়া এবং জায়গাগুলি দর্শনও করাবে আইআরসিটিসি। তিনটি ক্লাসে ভাড়া নির্ধারিত করা হয়েছে। আধিকারিকরা আরো জানিয়েছেন, এই প্যাকেজের মাধ্যমে পর্যটকরা নির্বিঘ্নে পর্যটন কেন্দ্রগুলি দেখতে পাবেন।

কলকাতা স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে আগামী ২০ মে। ভারতীয় রেলওয়ে ভারত গৌরব ফ্রেন্ড প্রকল্পের অধীনে রেল পর্যটনের প্রচারের জন্য রেলওয়ে ভাড়ায় থাকছে আনুমানিক ৩৩ শতাংশ ছাড়। এছাড়াও পর্যটকদের সুবিধার জন্য যাত্রী বোর্ডিং এবং ডি বোর্ডিংয়ের জন্য কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের বিশেষ কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে। ট্রেনে বুকিং- এর জন্য আইআরসিটিসি’র ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইন প্যাকেজ বুক করতে পারবে পর্যটকরা। এককথায় বলা যেতেই পারে ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য এই ট্রেনটি আরো একটি বিশেষ সুযোগ এনে দিল।

