আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ এপ্রিল : জনপ্রিয় ধর্মীয় পর্যটন স্থলগুলি ঘুরে দেখানোর জন্য ডিব্রুগড় থেকে প্রথম ভারত গৌরব টুরিস্ট ট্রেন চালু করবে আইআরসিটিসি ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এই ধর্মীয় স্পেশাল ট্রেনটি শ্রী মাতা বৈষ্ণদেবী, অযোধ্যা, প্রয়াগরাজ ও বারাণসী যাবে। পর্যটকদের জন্য ট্রেনে খাওয়া দাওয়া সহ সমস্ত রকম ব্যবস্থা থাকবে। যাত্রীদের সুরক্ষা সহ স্বাস্থ্য পরিষেবারও নজর রাখা হয়েছে বলে আইআরসিটিসি সুত্রে জানানো হয়েছে।
ট্রেনে যাত্রীদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রেল করবে। ট্রেন থেকে নেমে দর্শনীয় স্থল ঘুরে দেখানো, হোটেলে থাকা ও রাত্রিবাসের ব্যবস্থা করা হবে এবং এসি যাত্রীদের জন্য স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেলে এসি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হবে। স্লিপার শ্রেণি ও এসি ৩-টিয়ারে সমগ্র ভ্রমণটির খরচ হবে যথাক্রমে আনুমানিক ২০,৮৫০ টাকা ও ৩১,১৩৫ টাকা জিএসটি সহ।
এদিন জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে আইআরসিটিসি’র গৌহাটি রিজিওনাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা জানান, এই প্রথম উত্তর পূর্ব ভারত থেকে এমন ট্রেনের সূচনা হচ্ছে।প্রচুর মানুষ বুকিং করছেন। এত অল্প খরচে ধর্মীয় স্থান দর্শনের প্যাকেজের ফলে সবাই খুশি আশা করি। আমরা পুরো ট্রেনেই পর্যটক নিয়ে যেতে পারবো। আমরা প্রস্তুত আছি সবাইকে পরিষেবা দেবার জন্য।
অন্যদিকে পর্যটন ব্যবসায়ী অলোক চক্রবর্তী বলেন, “খুবই ভালো উদ্যোগ। কম খরচে ভ্রমনের সুযোগ পাবেন সকলে।”