“ক্ষেপনাস্ত্র হামলায় ৮০ জন মার্কিন জঙ্গি খতম করেছি” দাবি ইরানের

আমাদের ভারত,৮ জানুয়ারি:সোলেমানির হত্যার বদলা নিতে ইরাকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ৮০ জন মার্কিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান। ইসলামিক রেভলিউশনারি কোরের তরফে একটি সূত্রকে উদ্ধৃত করে বুধবার সকালে সরকারি টেলিভিশন চ্যানেলে এই হামলার কথা জানানো হয়েছে। তাদের দাবি ইরাকে মার্কিন সেনা ও যৌথবাহিনীকে নিশানা করে মোট ১৫ টি ব্যলিষ্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। তাদের একটি ক্ষেপণাস্ত্রকেও প্রতিহত করতে পারেনি মার্কিন বাহিনী বলে দাবি করেছে ইরান। বরং ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে ৮০জনের। এই ৮০ জনকেই মার্কিন জঙ্গি বলে অভিহিত করেছে ইরান।

ক্ষেপনাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন সেনার হেলিকপ্টার সামরিক সরঞ্জামের। মধ্যরাতে ইরাকের মার্কিন সেনা ও যৌথবাহিনী ব্যবহৃত দুটি ঘাঁটি আল আসাদে ও ইরবিলকে নিশানা করে ইরান। প্রথম হামলাটি করা হয় রাত ১ টা ২০মিনিটে। শুক্রবার ঠিক এইসময়েই বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয়েছিল ইরানের সেনা জেনারেল সোলেমানীর। ঠিক একই সময় প্রথম আল আজাদ বায়ুসেনা ঘাঁটিতে ছটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দ্বিতীয় হামলাটি হয় তার দু’ঘণ্টা পর। ইরাক দাবি করেছে সব মিলিয়ে মোট ২২ টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সোলেমানি কে হত্যা করার পর ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিল ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতি বলেছিলেন, সোলেমানির হত্যার বদলা নিতে যদি কোনো মার্কিন নাগরিক ফা প্রতিষ্ঠানের উপর যদি হামলা হয় তাহলে ইরানের আরো ৫২ টি জায়গায় আক্রমণ করবে আমেরিকা। ইতিমধ্যেই সেই সব ঘাঁটি তারা চিহ্নিত করে রেখেছেন। যদিও এরপর আমেরিকাকেও পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তারা বলেছে ইরাকে আরো ১০০ টি জায়গা তাদের চিহ্নিত করে রাখা আছে। আমেরিকা যদি প্রতিশোধ নেয় তাহলে পাল্টা আঘাত হানবে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *