কয়লা পাচার কান্ডে আইপিএসদের তলব, জ্ঞানবন্ত সিং এড়ালেন হাজিরা

আমাদের ভারত, ২২ আগস্ট: গরু পাচার কাণ্ডে সিবিআই হেফাজতে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল‌। আর অন্যদিকে কয়লা পাচার কান্ডেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তৎপরতা দেখাচ্ছে। রাজ্যের ৮ আইপিএস আধিকারিককে তলব করা হয়েছে ইডির তরফে। সোমবার আইপিএস জ্ঞানবন্ত সিং কে তলব করা হলেও তিনি হাজিরা এড়ালেন।

সকাল ১১টায় ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তার। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংকে আগেও দিল্লিতে তলব করা হয়েছিল। ইডির দপ্তরে হাজিরাও দিয়েছিলেন তিনি। সূত্রে খবর, যে সময় লালার নেতৃত্বে কয়লা পাচারের রমরমা ছিল সেই সময় রাজের পশ্চিমের জেলাগুলিতে এডিজি আইন-শৃঙ্খলা পদে ছিলেন জ্ঞানবন্ত সিং। দায়িত্বে থাকা সত্বেও কিভাবে তার সময়ে এভাবে কয়লা পাচার হতো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কয়লা কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে জেরা করে জ্ঞানবন্তের নাম জানতে পেরেছে তদন্তকারীরা বলে সূত্রের খবর। তারপরই তাকে তলব করা হয়েছে। শুধু জ্ঞানবন্ত নয়, মোট আটজন আইপিএসকে তলব করেছে ইডি। তারা প্রত্যেকেই বিভিন্ন সময় কোনও না কোনও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তারা কয়লা পাচারের ব্যাপারে কতটা জানেন? কিভাবে পুলিশ আধিকারিকদের সামনে দিয়ে কয়লা পাচার হতো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দিল্লিতে দু’বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধু অভিষেক নয় তাঁর স্ত্রী রুজিরাকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে কলকাতায়। অন্যদিকে ৮ ইসিএল আধিকারিককে গ্রেফতার করা হয়েছে এই মামলায়। তারা টাকা নিয়ে বেআইনিভাবে কয়লা উত্তোলন করতে দিতেন বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *