অসংগঠিত ক্ষেত্রের লোকজনদের সামাজিক সুরক্ষা প্রকল্প ভুক্ত করার উদ্যোগ আইএনটিটিইউসির 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: আইএনটিটিইউসির সমস্ত স্তরের সদস্য এবং অসংগঠিত ক্ষেত্রে থাকা সমস্ত স্তরের মানুষকে একই ছাতার তলায় নিয়ে আসার উদ্যোগ নিল ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের মানুষদের বা শ্রমিকদের একই ছাতার তলায় এনে তাঁদের পরিবারের সদস্যরা যাতে সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা পান সেজন্য কাজ করবে আইএনটিটিইউসি।

শনিবার রাতে মেদিনীপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের নেতা শৈবাল গিরি, জহর পাল ও নেপাল সিংহ। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজয় হাজরা, মহঃ রফিক, শশধর পলমল, পার্থ ঘনা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *