আমাদের ভারত, হাওড়া, ১১ নভেম্বর: সাড়ে সাত মাস পর বুধবার থেকে লোকাল ট্রেনের চাকা গড়ানো শুরু হলো। উৎসাহ দেখা দিল রেলযাত্রীদের মধ্যে। বুধবার থেকে রাজ্যের শিয়ালদহ, হাওড়া এবং দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে লোকাল ট্রেন চলাচল শুরু হলো। রেল সূত্রে খবর বুধবার থেকে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে ৮১টি ট্রেন চালানো হবে। যার মধ্যে ৪০ টি আপ ও ৪১ টি ডাউন ট্রেন।
এদিকে করোনা পরিস্থিতির মাঝে লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ায় সমস্ত সুরক্ষা বিধি মেনেই বুধবার থেকে ট্রেন চলাচল শুরু হলো। এদিন প্রতিটি স্টেশনে কড়া পুলিশি পাহারায় যাত্রীদের ট্রেনে চড়তে দেওয়া হয়। বুধবার ভোর থেকেই উলবেরিয়া স্টেশনে রেল যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। স্টেশনের বাইরে রাজ্য পুলিশ এবং ভিতর আরপিএফ মোতায়েন করা হয়। মাক্স ছাড়া এরকম কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয়নি সেই রকম স্টেশনে প্রবেশ করার মুখে প্রত্যেকের থার্মাল স্ক্রীনিং করা হয়। স্টেশনে প্রবেশ এবং বের হওয়ার জন্য দুটি গেটের যে রকম পৃথক ব্যবস্থা করা হয়েছে সেই রকম এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার জন্য দড়ি দিয়ে রাস্তা আলাদা করা হয়েছে। এদিন সকাল থেকে আরপিএফ কর্মীরা মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে রেলযাত্রীদের সচেতন করেছে।
অন্যদিকে দীর্ঘদিন পর লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। তাদের মতে কোভিদ প্রটোকল মেনে যেভাবে রেল চলাচল শুরু হয়েছে তাতে করোনা সংক্রমণ অনেকটাই রোধ করা সম্ভব। তবে এক্ষেত্রে রেলযাত্রীদের ও সচেতন হতে হবে বলে মত তাদের।