আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৭ ডিসেম্বর:
আন্তঃজেলা বাইক পাচার চক্রের ১৭ জনকে গ্রেফতারের পাশাপাশি ৪৫ টি বাইক উদ্ধার করল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ কর্মীরা। মঙ্গলবার ডায়মন্ড হারবারে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি অভিজিৎ ব্যানার্জি।
সম্প্রতি ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানায় বাইক চুরি যাওয়ার ঘটনায় একাধিক অভিযোগ দায়ের হয়। এই ঘটনার তদন্তে ডায়মন্ড হারবারের এসডিপিওর নেতৃত্বে একটি বিশেষ বাহিনী গঠন করে ঘটনার তদন্ত শুরু করা হয়। এর পরেই গত ২০ দিনের অভিযানে জেলার বিভিন্ন জায়গা থেকে মোট ৪৫ টি বাইক উদ্ধারের পাশাপাশি ১৭ জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। মঙ্গলবার ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ আধিকারিকের অফিস থেকে যে সমস্ত ব্যক্তিদের বাইক চুরি হয়েছিল তাদের হাতে বাইকগুলি তুলে দেন এসপি অভিজিৎ ব্যানার্জি।