Sign Language Day, পুজোর উদ্দীপনার আড়ালে পালিত আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস

আমাদের ভারত, ৩ অক্টোবর: আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উদযাপনের অংশ হিসেবে সম্প্রতি সায়েন্স সিটির শিক্ষা বিভাগের তরফে ইশারা ভাষার উপর এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনন্য উদ্যোগে যুক্ত হয়েছিল বধির শিশু ও ব্যক্তিদের নিয়ে দীর্ঘ ২০ বছর ধরে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ‘অন্বেষা কলকাতা’।

‘অন্বেষা কলকাতা’-র সমন্বয়কারী অর্ণব কুমার ভট্টাচার্য ​এ কথা জানিয়ে বলেন, “অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ‘ইশারা ভাষা’কে সমাজের মূলস্রোতে অন্তর্ভুক্ত করা এবং বধির সম্প্রদায়ের প্রতিভার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করা। অনুষ্ঠানে ছিল বধির ব্যক্তিদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, তাদের অদম্য জেদ এবং প্রতিকূলতার বিরুদ্ধে জয়ী হওয়ার অনুপ্রেরণামূলক কাহিনী। ​সংগঠনের সদস্যরা ইশারা ভাষার গুরুত্ব নিয়ে একটি চমৎকার উপস্থাপনা দেন, যা উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে। বিভিন্ন স্কুল থেকে প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ এই অনুষ্ঠানকে এক নতুন মাত্রা দেয়।

​আমরা বিশ্বাস করি, ‘ইশারা ভাষা’ শুধু বধির সম্প্রদায়ের জন্য যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি সমৃদ্ধ সংস্কৃতি এবং পরিচয়ের অংশ। এই ধরনের অনুষ্ঠানগুলো ইশারা ভাষাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এবং সমাজের প্রতিটি স্তরে পারস্পরিক বোঝাপড়ার সেতু তৈরি করে।”

প্রসঙ্গত, ১৯৫১ খ্রিস্টাব্দের এই ২৩ সেপ্টেম্বর তারিখে ‘ওয়ার্ল্ড ফেডারেশন অফ দ্য ডেফ’ গঠিত হয়েছিল। ২০১৮ খ্রিস্টাব্দ থেকে দিনটির প্রথম উদযাপন শুরু হয়। প্রতি বছর ওই দিনে একটি প্রতিপাদ্য (থিম) থাকে। ২০২৫ -তে ছিল ‘ইশারা ভাষার অধিকার ছাড়া কোনো মানবাধিকার নেই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *