আমাদের ভারত, হাওড়া, ১০ জানুয়ারি: শুক্রবার থেকে উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে শুরু হল সনাতন সিতরীয় ক্যারাটে এসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত ৯ম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা। এদিন সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস।
প্রতিযোগিতায় ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, গোয়া, বিহার, অসম সহ ৮ টি রাজ্যের প্রায় ৩ হাজার প্রতিযোগী অংশ নেয়। দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৪ থেকে ১১ বছর এবং ১২ বছরের উর্ধে প্রতিযোগীরা অংশ নেবে। এদিন প্রতিযোগিতা শুরু হওয়ার আগে উলুবেড়িয়া ষ্টেডিয়াম থেকে আয়োজিত এক বণাঢ্য শোভাযাত্রায় প্রতিযোগীরা অংশ নেয়।