পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: ১৭৬ বছরের প্রাচীন মেদিনীপুর মহাবিদ্যালয়ে (স্বায়ত্তশাসিত) গতকাল থেকে শুরু হয়েছে এই মহাবিদ্যালয়ের গণিত বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলন। এই মহাবিদ্যালয়ের গণিত বিভাগ, ইতিমধ্যে প্রতিষ্ঠার শততম বছরে পা দিয়েছে। আগামী এক বছর ধরে গণিত বিষয়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি সারা বছর ধরে উদযাপন করা হবে।
গতকাল থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে সারা বিশ্ব থেকে ছাত্র, গবেষণা স্কলার, ফ্যাকাল্টি সদস্য এবং শিল্প পেশাদারা এই অনুষ্ঠানে যোগদান করবে। সম্মেলনটি আধুনিক গণিতের যুগান্তকারী বিষয়গুলি অন্বেষণ করবে এবং ধারণা বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির জন্য একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম প্রদান করবে।