আমাদের ভারত, শিলিগুড়ি, ২৫ নভেম্বর: ২৬ নভেম্বর রবিবার উত্তরবঙ্গের ডুয়ার্স আর্টিস্ট গ্রুপের পরিচালনায় এক আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনী শুরু হবে। শিলিগুড়ির রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে প্রদর্শনীর শুভারম্ভ হবে ওই দিন বিকেল পাঁচটায়। উদ্বোধন করবেন শিল্পী প্রবীর কুমার বিশ্বাস (শান্তিনিকেতন) এবং জলপাইগুড়ি চেম্বার অফ কমার্সের অ্যাডভাইজার অলোক সুধীর সরকার। ওই দিন “আর্ট এন্ড কার্ট ” এর অনলাইন আর্ট গ্যালারির ও ওয়েবসাইটের উদ্বোধন করা হবে।
প্রদর্শনীতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ৬০ জন নবীন এবং প্রবীণ শিল্পীর সমসাময়িক শিল্পকর্মের সম্ভার দেখতে পাওয়া যাবে। এ বছর বাংলাদেশ, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের ১৮ জন শিল্পী প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। প্রদর্শনীতে থাকবে শিল্পীদের নজর কাড়ার মতো নতুন মাধ্যমের ভাস্কর্য, চিত্রকলা, নিউ মিডিয়া আর্ট, টেক্সটাইল এবং প্রিন্ট মেকিং- এর বিভিন্ন মাধ্যমের স্বতন্ত্র শৈলী।
উত্তরবঙ্গবাসী এই প্রদর্শনী উপভোগ করতে পারবেন ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।