IAD Day, West Medinipur, পশ্চিম মেদিনীপুরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করলো “উত্তরণ”

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুন: আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। প্রতি বছরের মতো এ বছরও দিনটি পালন করল ভারত সরকারের সামাজিক ন‍্যায় ও অধিকার প্রদান মন্ত্রক দ্বারা অনুমোদিত শহরের প্রাচীনতম নেশা নিরাময় ও পরামর্শদান কেন্দ্র “উত্তরণ”। মাদক দ্রব্য সেবনের মারণ পরিণতি ও মাদক দ্রব্যের অপব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে এদিন আয়োজন করা হয়েছিল সারা শহরব‍্যাপী একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এই অনুষ্ঠানে উত্তরণের সাথে যোগ দিয়েছিলেন রয়‍্যাল অ্যাকাডেমির শিক্ষক-শিক্ষিকা, ছাএ-ছাত্রীগণ, জন শিক্ষণ সংস্থান পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন বিশিষ্ঠ মানুষ জন।

আজকের এই বিশেষ দিনে শহরের প্রধান রাস্তাগুলির বিভিন্ন মোড়ে উত্তরণের কর্মীবৃন্দ বিভিন্ন সচেতনতা মূলক বক্তৃতা দেন। এই বক্তৃতার অন্যতম বিষয় ছিল এই বছরের মাদক বিরোধী দিবসের থিম- “The evidence is clear: invest in prevention”

পরিশেষে নেশা নিরাময় কেন্দ্রে চিকিৎসারত রোগীদের মিষ্টিমুখ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *