এক বছরের মধ্যে তৈরি হয়ে যাবে ভগবান শ্রীরামের নামে আন্তর্জাতিক বিমানবন্দর

আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: রাম মন্দির তৈরি হয়ে গেলেই সারা দেশের সাথে বিদেশ থেকেও ভগবান রামের ভক্তদের সমাগম হবে অযোধ্যায়। আর সেই কথা মাথায় রেখেই অযোধ্যার সঙ্গে গোটা দেশ এবং বিশ্বের যোগাযোগ ব্যবস্থার বাড়ানোর উদ্যোগ নিয়েছে যোগী সরকার। আর সেই কারণেই এবার অযোধ্যায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই বিমানবন্দরের নামও হবে শ্রীরামচন্দ্রের নামে।

২০১৭ সাল থেকেই সেখানে বিমানবন্দর নির্মাণের কাজ চলছিল। কিন্তু এবার ওই বিমানবন্দর সম্প্রসারিত করে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে। জানা গেছে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই এই বিমানবন্দরে কাজ শেষ হবে। ২০১৭ সালে যখন অযোধ্যার বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয়েছিল তখন সেটিকে এটিআর৭২ বিমানের জন্য তৈরি করা হয়েছিল। আর তাই রান ওয়ে ১৬৮০ মিটার দূরত্বে রাখা হবে বলে ঠিক হয়েছিল। এরপর এ৩২১-২০০ 200 সিটার বিমান ওঠা নামার জন্য বিমানবন্দরের সম্প্রসারণ হবে বলে ঠিক হয়। ।তখন ঠিক হয়েছিল রানওয়ে দূরত্ব রাখা হবে ২৩০০ মিটার। কিন্তু এরপর যোগী আদিত্যনাথ বিমানবন্দরকে বোয়িং বিমান ওঠা নামার জন্য প্রস্তুত করতে চেয়ে ছিলেন। তখনই তিনি এই বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে সেই সময় তিনি ওই বিমানবন্দরের নাম কি হবে তা নিয়ে কিছু বলেননি। এখন জানা যাচ্ছে বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে প্রস্তুত করা হবে আর নাম হবে শ্রীরামের নামে।

আন্তর্জাতিক বিমানবন্দর গড়তে কম করে ৬০০ একর জমি লাগবে। ৩৭৫০ মিটার লম্বা ও ৪৫মিটার চওড়া রানওয়েতে থাকতে হবে। আর তাই এবার সেভাবেই অযোধ্যা বিমানবন্দরের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। তবে এটি এখনও আন্তর্জাতিক বিমানবন্দরে স্বীকৃতি পায়নি।

যোগী সরকার ইতিমধ্যেই বন্দর সম্প্রসারনের জন্য জমি চিহ্নিত করেছে। জেলা আধিকারিকরা সেই সব জমি পরিদর্শন করে রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন। ফলে আশাকরা হচ্ছে আগামী এক বছরের মধ্যে এই আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শেষ হবে। এবং অযোধ্যায় যোগাযোগ ব্যবস্থাও বেশ উন্নত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *