আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি:বর্তমানে প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার ওপরে যে সুদ পাওয়া যায় তার ওপরে কোনো কর দিতে হয় না। কিন্তু ২০২১-২২ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী বলেছেন যদি কোন ব্যক্তির প্রভিডেন্ট ফান্ডের আর্থিক বছরে আড়াই লক্ষ টাকা বা তার বেশি জমা পড়ে তিনি কর ছাড় পাবেন না।ওই জমা টাকার ওপরে পরের আর্থিক বছরে যে সুদ পাওয়া যাবে তার ওপরে কর দিতে হবে।
এই প্রস্তাব সম্পর্কে সীতারামণ বলেন, যে কর্মচারীরা বেশি আয় করেন তাদের কর ছাড় দেওয়ার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আরোপ করা হচ্ছে। বিভিন্ন প্রভিডেন্ট ফান্ডে যাদের বছরে আড়াই লক্ষ টাকা বা তার বেশি জমা পড়ে তাদের ক্ষেত্রে ভবিষ্যতে আর কর ছাড় দেওয়া হবে না। বাজেটের পর সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী বলেন কর্মীদের কল্যাণের জন্যই ইপিএফও চালু করা হয়েছে। নতুন ব্যবস্থায় সামগ্রিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবেন না। কেবল যাদের পিএফএকাউন্টে বড় অঙ্কের টাকা জমা পড়ে তাদের ক্ষেত্রে কর বসানো হয়েছে। সেই সংখ্যা মোট কর্মীর ১ শতাংশেরও কম বলে জানিয়েছেন ব্যয় সচিব টিভি সোমানাথন।
২০১৯-২০ সালে প্রভিডেন্ট ফান্ডে ৮.৫ শতাংশ সুদ দেওয়া হয়েছে। সারাদেশে প্রভিডেন্ট ফান্ড রয়েছে ৬কোটি কর্মচারীর।