সুশান্ত ঘোষ, হাবরা, ১০নভেম্বর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে একাধিকবার সহবাস করার
অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে
গ্রেফতার করেছে। উত্তর ২৪ পরগনার হাবরা থানার কুমড়া
পঞ্চায়েতের খারোবাজার এলাকায় ঘটনা। সালাম মোল্লা নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, সালাম মোল্লার সঙ্গে হাবরার রুদ্রপুররের
বাসিন্দা এক যুবতীর দুই বছর আগে পরিচয় হয়। সেখান থেকে প্রেমে আবদ্ধ হয়। যুবতীর বাড়ি থেকে তাদের সম্পর্ক মেনে নেয়। সালাম সেই সুযোগ নিয়ে যুবতীর বাড়ি যাতাযাত করে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ওই ২২ বছরের
যুবতীর সঙ্গে সহবাস করে। সম্প্রতি ওই সালামের বাড়ি থেকে অমত করাই সালাম
বিয়ে করতে অস্বীকার করে। সোমবার ওই তরুণী হাবরা থানায় লিখিত অভিযোগে করে সালাম মোল্লার বিরুদ্ধে। অভিযোগের পর পুলিশ সালামকে গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবার বারাসত আদালাতে তোলা হয়।